প্রচ্ছদ ›› খেলা

চলে গেলেন ক্রিকেট কোচ জালাল আহমেদ চৌধুরী

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২১ ১২:১৫:০৫ | আপডেট: ২ years আগে
চলে গেলেন ক্রিকেট কোচ জালাল আহমেদ চৌধুরী
জালাল আহমেদ চৌধুরী

জাতীয় ক্রিকেট কোচ ও খ্যাতিমান ক্রিকেট লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই। মঙ্গলবার সকাল ১১ টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

চলতি মাসে ১ তারিখ শ্বাসকষ্টের কারণে প্রথমবার আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হয়েছিলেন জালাল আহমেদ চৌধুরী। পরে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফেরেন। কিন্তু স্বাস্থ্যের অবনতি ঘটায় ১৫ সেপ্টেম্বর আবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

দ্বিতীয় দফায় হাসপাতালে ভর্তি হওয়ার পর আর উন্নতি ঘটেনি তার। গত শুক্রবার থেকে রাখা হয় ভেন্টিলেশনে, ছিলেন আইসিইউতে। ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগে শেষ পর্যন্ত চলেই গেলেন তিনি।

সত্তর-আশির দশকে ক্রিকেট খেলেছেন জালাল আহমেদ চৌধুরী। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি।

১৯৯৭ আইসিসি ট্রফি বিজয়ী বাংলাদেশ দলটিও তার হাতেই গড়া। প্রাথমিক প্রস্তুতি তার অধীনেই হয়েছিল। পরে কোচ হিসেবে যোগ দেন গর্ডন গ্রিনিজ।