প্রচ্ছদ ›› স্বাস্থ্য

করোনা শনাক্তের হার ৫ শতাংশের কম

নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২১ ১৭:০৪:০৯ | আপডেট: ২ years আগে
করোনা শনাক্তের হার ৫ শতাংশের কম

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২৭৭ জন।

একইসময় করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫৬২ জন। এসময় ৩৩ হাজার ৩২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ছিল ৪.৬৯ শতাংশ।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগেরদিন নমুনা পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ছিল ৫.৬৭ শতাংশ।

এদিকে দেশে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬০৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪ হাজার ৭০৯ জন।

এর আগেরদিনও করোনা আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছিল। গত ১১৬ দিনের মধ্যে এটাই সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড। এদিন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৫৫৫ জন।