The Business Post
শনিবার, অক্টোবর ২৩, ২০২১

প্রচ্ছদ বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২১ ১৯:৪৬:০৩

ইউনিয়ন ব্যাংকের ভল্টে টাকার গড়মিল: প্রত্যাহার ৩

ইউনিয়ন ব্যাংকের ভল্টে টাকার গড়মিল: প্রত্যাহার ৩

ইউনিয়ন ব্যাংকের ভল্টে টাকার গড়মিলের ঘটনায় সংশ্লিষ্ট ৩ জনকে প্রত্যাহার করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দ্য বিজনেস পোস্ট'কে বিষয়টি নিশ্চিত করেন ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হাসান ইকবাল।

তিনি বলেন, আমরা এ বিষয়ে একটি তদন্ত কমিটি করেছি, সেই সাথে যারা ভল্টের দায়িত্বে ছিলেন তাদের মধ্য থেকে ৩ জনকে প্রত্যাহার করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, আমরা ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছি।

সম্প্রতি ব্যাংকটির গুলশান শাখা পরিদর্শনের পর ১৯ কোটি টাকার অসঙ্গতি পায় কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ব্যাংকটির গুলশান শাখার ভল্টে ৩১ কোটি টাকা জমা ছিল, ভল্ট নথিতে এমনটা উল্লেখ করা হলেও কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন দল ভল্টে মাত্র পেয়েছে ১২ কোটি টাকা।

এক তদন্তকারী কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভল্টে ১৯ কোটি টাকার ঘাটতি রয়েছে এবং শাখার কর্মকর্তারা তদন্তকারী দলকে এ বিষয়ে কোনও স্পষ্ট জবাবও দিতে পারেননি।

ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরীর সঙ্গে এ প্রসঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি তাতে সাড়া দেননি।

ভল্টের ঘটনা সম্পর্কে জানতে চাইলে ইউনিয়ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান দাবি করেন, তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না।