প্রচ্ছদ ›› বাণিজ্য

পুঁজিবাজারে সূচকের মিশ্রাবস্থা, কমেছে লেনদেনও

নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২১ ১৫:৫৯:৫২ | আপডেট: ২ years আগে
পুঁজিবাজারে সূচকের মিশ্রাবস্থা, কমেছে লেনদেনও
ঢাকা স্টক এক্সচেঞ্জ

সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে অর্থের লেনদেনও কমেছে।

বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে ১ হাজার ৮৫২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৯৮ কোটি ২৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে।

এর আগে বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ১৫০ কোটি ৬৮ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৫০ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৭৩ পয়েন্টে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৮১ পয়েন্টে।

ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, দর কমেছে ১৮৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১১ পয়েন্ট কমে ২১ হাজার ১৪৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ৩১৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, দর কমেছে ১৭৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির।