প্রচ্ছদ ›› খেলা

বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তানের ক্রিকেট প্রধান

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২১ ১৬:১১:২৩ | আপডেট: ২ years আগে
বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তানের ক্রিকেট প্রধান
আজিজুল্লাহ ফজলি

বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তানের নবনিযুক্ত ক্রিকেট চেয়ারম্যান আজিজুল্লাহ ফজলি। বুধবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানায়।

ফজলি জানান, একদিনের সিরিজের জন্য আমন্ত্রণ জানানোর জন্য তিনি এ সপ্তাহে পাকিস্তান সফরে আসবেন।

আফগানিস্তানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য বাংলাদেশসহ অন্যান্য দেশে সফরের পরিকল্পনা করেছেন বলে জানান দেশটির ক্রিকেট চেয়ারম্যান।

তিনি বলেন, আমি ২৫ সেপ্টেম্বর থেকে পাকিস্তান সফর করছি এবং তারপর ভারত, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতে ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে দেখা করবো।

যুদ্ধবিধ্বস্ত দেশটি গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক এগিয়েছে, যেখানে বিশ্বের শীর্ষ স্পিনার রশিদ খানের মতো তারকারা রয়েছে। কিন্তু গত মাসে তালেবানদের দখলের পর পুরুষদের দল বর্জনের আহ্বান জানানো হয়েছে।

সরকারের পরিবর্তন টেস্ট ম্যাচে আফগানিস্তানের অংশগ্রহণের ভবিষ্যতকে প্রশ্নবিদ্ধ করেছে। কারণ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়মানুযায়ী, দেশগুলোর অবশ্যই একটি মহিলা দল থাকতে হবে। কিন্তু তালেবানরা এখনও মহিলাদের খেলাধুলার বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। 

তালেবান দেশটির ক্ষমতা দখলের পর দ্বিতীয়বারের মতো আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান আজিজুল্লাহ ফাজলি।