The Business Post
শনিবার, অক্টোবর ২৩, ২০২১

প্রচ্ছদ স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২১ ১৯:৪৬:০৩

একদিনে আরও ২৫৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

একদিনে আরও ২৫৪ ডেঙ্গু রোগী হাসপাতালে
ফাইল ছবি

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৫৪ জনের মধ্যে ১৯৭ জন ঢাকায় এবং বাকি ৫৭ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

বর্তমানে এক হাজার ৪৯ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৮৩৬ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৬ হাজার ৭০৫ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ১৫ হাজার ৫৯৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৯ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।