প্রচ্ছদ ›› জাতীয়

বাংলাদেশকে আরও ২৫ লাখ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২১ ২১:০৪:১৩ | আপডেট: ২ years আগে
বাংলাদেশকে আরও ২৫ লাখ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় বাংলাদেশের জন্য আরও ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এর আগে বিশ্বব্যাপী ভ্যাকসিনের অনুদান বাড়ানোর ঘোষণা দেয় বাইডেন প্রশাসন। এরপরই এ খবর জানালো হোয়াইট হাউজ।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে আরও ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজারের টিকা পাঠানো হচ্ছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশকে পাঠানো মোট টিকার পরিমাণ দাঁড়াচ্ছে ৯০ লাখের বেশি।

নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউজের ওই কর্মকর্তা এএফপিকে বলেন, টিকার প্যাকিং চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় এই টিকা পাঠানো হচ্ছে। সোমবার এই টিকার প্রথম চালানটি পৌঁছাতে পারে।

তিনি বলেন, নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারায় আমরা গর্বিত।

এএফপির ডাটাবেজ অনুযায়ী, এই সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র ৯.৩ শতাংশ নাগরিক করোনা টিকার দুটি ডোজ পেয়েছে।