প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

স্যামসাংয়ের গ্যালাক্সি এ১২ এর ৪/৬৪ জিবি সংস্করণ বাজারে

নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২১ ১৫:৪৭:২০ | আপডেট: ২ years আগে
 স্যামসাংয়ের গ্যালাক্সি এ১২ এর ৪/৬৪ জিবি সংস্করণ বাজারে

সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় স্মার্টফোন মডেল গ্যালাক্সি এ১২ এর নতুন ৪/৬৪ জিবি সংস্করণ উন্মোচন করেছে স্যামসাং।

স্যামসাং’র চমৎকার ও সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেগটের সর্বশেষ এ সংযোজনটির বাজার মূল্য মাত্র ১৪,৯৯৯ টাকা।

সাশ্রয়ী মূল্যের গ্যালাক্সি এ১২ মোবাইলটি এর ফ্ল্যাগশিপ ব্যাটারি পারফরমেন্সের মাধ্যমে ইতোমধ্যে সহস্রাধিক ব্যবহারকারীর হৃদয় জয় করেছে। স্যামসাং এখন এ মডেলের ৬৪ জিবি স্টোরেজ সমৃদ্ধ ৪ জিবি র‌্যামের সংস্করণটি বাজারে এনেছে।

এ স্মার্টফোনটিতে (৭২০*১৬০০) ইনফিনিটি-ভি ডিসপ্লেসহ ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস টিএফটি ডিসপ্লে রয়েছে। এ মোবাইলের বিশেষ দিক হচ্ছে এর ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, যা এতো সাশ্রয়ী মূল্যে পাওয়া সত্যিই অবিশ্বাস্য। এর সাথে রয়েছে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট (ইউএসবি টাইপ-সি), যা ব্যবহারকারীদেরকে দিবে সারাদিন স্বাচ্ছন্দে ব্যবহারের নিশ্চয়তা। এর ৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরায় চমৎকার নিখুঁত ছবি তুলে ব্যবহারকারীরা তাদের সুন্দর সময়গুলোকে স্মরণীয় করে রাখতে পারবেন।

এছাড়াও, ব্যবহারকারীদের দুর্দান্ত ফটোগ্রাফি অভিজ্ঞতা দিতে এ মোবাইলে আছে ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড, ২ মেগাপিক্সেল ম্যাক্রো, ২ মেগাপিক্সেল ডেপথ ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর সমৃদ্ধ স্যামসাং গ্যালাক্সি এ১২ মোবাইলে আছে অক্টাকোর ২.৩ গিগাহার্টজ প্লাস ১.৮ গিগাহার্টজ ফিচার। এছাড়াও এ মোবাইলে ৩-স্লট ডুয়াল সিম সাপোর্ট সহ ডলবি এটমস, এআর ইমোজি, ডিসকর্ড, সিকিউর ফোল্ডার ও সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো অন্যান্য প্রয়োজনীয় ফিচারগুলো রয়েছে।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মুয়ীদূর রহমান বলেন, আমরা আমাদের সব ধরনের ক্রেতাদের জন্য সাশ্রয়ী বাজেটের গ্যালাক্সি এ১২ স্মার্টফোনের নতুন ৪/৬৪ জিবি সংস্করণটি নিয়ে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। এর পূর্বে গ্যালাক্সি এ১২ এর ৪/১২৮ সংস্করণটিও অত্যাধুনিক ফিচার ও দুর্দান্ত পারফরমেন্সের জন্য বাজারে ব্যাপক সাড়া ফেলেছিল। আমরা উদ্ভাবনী চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, যার মাধ্যমে আমাদের ক্রেতারা সাশ্রয়ী মূল্যে স্বাচ্ছন্দ্যে দুর্দাস্ত ফিচারগুলো উপভোগ করতে পারেন।

স্যামসাং গ্যালাক্সি এ১২ এর ৪/৬৪ জিবি সংস্করণটি এখন নীল ও লাল এ দু’টি রঙে স্যমসাং এর সকল অফিশিয়াল আউটলেটে পাওয়া যাচ্ছে।