প্রচ্ছদ ›› শিক্ষা

খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, টিকা ছাড়া ওঠা যাবে না হলে

নিজস্ব প্রতিবেদক
০৩ অক্টোবর ২০২১ ১০:২০:৩৪ | আপডেট: ২ years আগে
খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, টিকা ছাড়া ওঠা যাবে না হলে

আগামী ১১ অক্টোবর খুলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল। আর ২১ অক্টোবর শুরু হবে বিশ্ববিদ্যালয়ের সশরীর ক্লাস-পরীক্ষা।

শনিবার রাতে জাবি’র উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনলাইনে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা সূত্র জানায়, যেসব শিক্ষার্থী অন্তত এক ডোজ করোনার টিকা নিয়েছেন তারা ১১ অক্টোবর থেকে হলে উঠতে পারবেন। এরপর পর্যায়ক্রমে টিকা নেয়ার ভিত্তিতে হলে উঠবেন অন্য শিক্ষার্থীরা ।

তবে ৪৯ তম ব্যাচ বা প্রথম বর্ষের শিক্ষার্থীরা এখনই হলে উঠতে পারছেন না। প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর আবাসিক হলে আসন খালি থাকা সাপেক্ষে হলে উঠতে পারবেন তারা।

এ ছাড়া অনলাইন শিক্ষা কার্যক্রম যেভাবে চলছে, সেভাবেই চলবে। আর ২১ অক্টোবরের পর থেকে শিক্ষক-শিক্ষার্থীরা চাইলে সশরীরে ক্লাস-পরীক্ষা চালাতে পারবেন বলেও সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়।

করোনার সংক্রমণের কারণে গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।