The Business Post
বৃহস্পতিবার, ডিসেম্বর ০৯, ২০২১

প্রচ্ছদ আন্তর্জাতিক

টিবিপি ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২১ ১৯:৫৭:২৫

কাবুলে মসজিদের বাইরে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২

কাবুলে মসজিদের বাইরে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের বাইরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২ জন নিহত হয়েছেন।

রোববার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তালেবানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। খবর এএফপি’র।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ক্বারী সাদ খোস্তি এএফপি’কে বলেন: তাৎক্ষণিকভাবে জানা গেছে; এ ঘটনায় ২ জন নিহত হয়েছেন এবং ৩ জন আহত হয়েছেন।

কাবুলের ঈদগাহ মসজিদের প্রবেশপথের কাছে ভয়াবহ বিস্ফোরণ হয়। সেখানে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের মায়ের জন্য একটি স্মারক অনুষ্ঠান হচ্ছিল।

ঘটনাস্থলের পাশের এক দোকান মালিক আহমেদউল্লাহ এএফপিকে বলেন, আমি ঈদগাহ মসজিদের কাছে বিস্ফোরণের শব্দ শুনতে পাই এবং এর পর পরই বন্দুকের গুলির আওয়াজ শোনা যায়।

এখন পর্যন্ত এ ঘটনার দায় কেউ স্বীকার করেনি।