প্রচ্ছদ ›› স্বাস্থ্য

ফাইজারের আরও ২৫ লাখ টিকা আসছে

নিজস্ব প্রতিবেদক
০৪ অক্টোবর ২০২১ ১৬:২৩:২৩ | আপডেট: ২ years আগে
ফাইজারের আরও ২৫ লাখ টিকা আসছে

কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। পৃথক তিন চালানে এসব টিকা দেশে পৌঁছাবে।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রাত ১১টা ২০ মিনিটে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট পৌঁছানোর কথা রয়েছে।

পরদিন দুপুর ১২টার দিকে ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ আসবে। একই দিন রাত ১১টা ২০ মিনিটে আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজার ভ্যাকসিন দেশে পৌঁছানোর কথা রয়েছে।

এই দুই দিনে তিন ধাপে ফাইজারের ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ টিকা দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে।

ভ্যাকসিনের চালান গ্রহণ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

এর আগে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ ও দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ এবং তৃতীয় দফায় আরও ২৫ লাখ ডোজসহ ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে।