প্রচ্ছদ ›› রাজনীতি

বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করতে চায়: কাদের

নিজস্ব প্রতিবেদক
০৫ অক্টোবর ২০২১ ১৩:৩২:২৬ | আপডেট: ২ years আগে
বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করতে চায়: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে সাভারের আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কের আট লেন আমিনবাজার সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আমরাও প্রস্তুত আছি। আন্দোলন শান্তিপূর্ণভাবে করার অধিকার যে কারও রয়েছে। তবে আন্দোলনের নামে সহিংসতা, অরাজকতা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা হলে জনগণকে নিয়ে আওয়ামী লীগ তা প্রতিহত করবে।

তিনি বলেন, সকল অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা করে সার্চ কমিটি গঠনের মাধ্যমে আগামীতে নির্বাচন কমিশন গঠন করা হবে। নির্বাচন কমিশন গঠন নিয়ে কোনো সংশয় বা বিভেদ থাকার কোনো কারণ নেই। সেখানে বিএনপিরও প্রতিনিধিত্ব থাকবে। কারণ নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেই কেবল নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব।

বর্তমান নির্বাচন কমিশনের বিএনপির প্রতিনিধিত্ব থাকার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, বিএনপি যে সুরে কথা বলে নির্বাচন কমিশনে তাদের সেই প্রতিনিধিও একই সুরে কথা বলেন।

এসময় আগামীতে কোনো নির্বাচন নির্বাচন খেলা হবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, নির্বাচন নির্বাচনের মতোই হবে। অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় আগামীতে নির্বাচন সেভাবেই হবে।