প্রচ্ছদ ›› বিজ্ঞান-প্রযুক্তি

টানা ৩ দিন ইন্টারনেট না থাকলে বিল নয়

নিজস্ব প্রতিবেদক
০৭ অক্টোবর ২০২১ ১৬:৫২:৪৬ | আপডেট: ২ years আগে
টানা ৩ দিন ইন্টারনেট না থাকলে বিল নয়

এখন থেকে টানা তিন দিন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলে ব্রডব্যান্ড ইন্টারনেট প্রদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের কাছ থেকে মাসিক বিল নিতে পারবে না।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বৃহস্পতিবার সব ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে (আইএসপি) এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।

জারি করা নির্দেশনা অনুযায়ী, এক দিনের জন্য সংযোগ বিচ্ছিন্ন থাকলে আইএসপিগুলোকে মোট বিলের ৫০ শতাংশ এবং পরপর দুই দিন সংযোগ বিচ্ছিন্ন হলে ২৫ শতাংশ চার্জ নিতে পারবে, এর বেশি নয়।

এর আগে গত জুন মাসে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন “ওয়ান কান্ট্রি, ওয়ান রেট” ট্যারিফ প্ল্যানের আওতায় সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের জন্য সর্বোচ্চ শুল্ক নির্ধারণ করে।

ব্রডব্যান্ডের একজন গ্রাহক এখন ৫ এমবিপিএস ইন্টারনেট গতির জন্য মাসে ৫০০ টাকা, ১০ এমবিপিএসের জন্য ৮০০ টাকা এবং ২০ এমবিপিএস ব্রডব্যান্ড সংযোগের জন্য ১২০০ টাকা প্রদান করবেন।

সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য বৈষম্য দূর করতেই এ উদ্যোগ নেয় বিটিআরসি।