প্রচ্ছদ ›› শিক্ষা

৪১তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু ২৯ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২১ ১৬:৩১:০৯ | আপডেট: ২ years আগে
৪১তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু ২৯ নভেম্বর

৪১ তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৯ নভেম্বর।

রোববার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহ্‌মদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ৪১তম বিসিএসের আবশ্যিক বিষয়গুলোর লিখিত পরীক্ষা ২৯ নভেম্বর থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশানা পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) জানানো হবে।

গত বছরের ২৭ নভেম্বর সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৩৫টি শূন্য পদে প্রার্থী নিয়োগ দিতে ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন ৪ লাখ ৭৫ হাজার জন।

চলতি বছরের ১৯ মার্চ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হন ২১ হাজার ৫৬ জন।