প্রচ্ছদ ›› রাজনীতি

কুমিল্লার ঘটনার উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী জড়িত: কাদের

নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২১ ১৫:৫৫:৪৩ | আপডেট: ২ years আগে
কুমিল্লার ঘটনার উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী জড়িত: কাদের

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে অশুভ অপশক্তি, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কুমিল্লাসহ ১০ থেকে ১২টি জায়গায় মন্দিরে হামলা ও হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসব অপশক্তিকে শেখ হাসিনার সরকার মাথা তুলতে দেবে না বলেও জানান তিনি।

বৃহস্পতিবার রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গুজবে কান দেবেন না। গুজব সৃষ্টি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চলছে। এসব বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানান তিনি।

সারা দেশের প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পূজা উদ্‌যাাপনের কারণে যাদের গাত্রদাহ, তারা নানা অপকৌশলে দেশকে পিছিয়ে দিতে চায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এর একটি হলো হিন্দু–মুসলমান বৈরিতা সৃষ্টি করা। তিনি নিজেদের মধ্যে ঐক্য সুদৃঢ় রাখতে আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের প্রশাসনকে সাম্প্রদায়িক অপশক্তির উসকানিমূলক তৎপরতা ও ষড়যন্ত্রমূলক দুরভিসন্ধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, সবাই সতর্ক অবস্থানে থাকবে।