প্রচ্ছদ ›› রাজনীতি

খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বিষয়ে ইতিবাচক সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০৬ মে ২০২১ ০৮:৫৩:৪২ | আপডেট: ৩ years আগে
খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বিষয়ে ইতিবাচক সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর কাছে আবেদনটি পৌঁছে দেন। পরে ধানমন্ডিতে তার বাসভবনে রাতেই এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন: “খালেদা জিয়ার ছোট ভাই রাত সাড়ে ৮টার দিকে আমার কাছে  এসেছিলেন। তিনি জানিয়েছেন বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসকরা তাকে (খালেদা জিয়া) বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী এ জাতীয় বিষযয়ে খুব উদার এবং আমরা বিষয়টি নিয়ে ইতিবাচকভাবে  চিন্তা করছি। আমরা ইতোমধ্যে মতামত জানতে চেয়ে এবং পরবর্তী পদক্ষেপের জন্য আইন মন্ত্রণালয়ের কাছে আবেদন পাঠিয়েছি।