প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচকের বড় পতনে ডিএসইতে লেনদেন শেষ

নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২১ ১৪:৪৫:৫৫ | আপডেট: ২ years আগে
সূচকের বড় পতনে ডিএসইতে লেনদেন শেষ

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার মূল্য সূচকের বড় পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। টাকার অংকে কমেছে লেনদেনও। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৯৭ পয়েন্টে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অপর দুই সূচক- ডিএসইএস বা শরিয়াহ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫২৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৭৮ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ১ হাজার ৩৯১ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কম হয়েছে ২৬৪ কোটি ১৬ লাখ টাকার। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৫৫ কোটি ৩৭ লাখ টাকার।

সোমবার ৩৭৪টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৩৩টির, কমেছে ৩২৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি শেয়ারের দাম।