প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর ২০২১ ২০:৫৪:৫৫ | আপডেট: ২ years আগে
সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের আহ্বান
মিয়া সেপ্পো

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো।

সোমবার টুইট বার্তায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, ভাঙচুর ও নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

মিয়া সেপ্পো লিখেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্যের ফল, যা সংবিধানের মূল্যবোধের পরিপন্থী। এটা থামানো উচিত।’

তিনি আরও লিখেন, ‘আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানোর পাশাপাশি একটি নিরপেক্ষ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।’

এছাড়া বাংলাদেশ অংশগ্রহণমূলক ও সহনশীল সমাজ প্রতিষ্ঠায় সবার প্রতি আহ্বান জানিয়েছেন মিয়া সেপ্পো।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। পুড়িয়ে দেয়া হয়েছে সংখ্যালঘুদের বসতভিটা। এসব ঘটনায় বিদেশি কুটনীতিকদের মধ্যে প্রথম প্রতিক্রিয়া জানালেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো।