প্রচ্ছদ ›› বাণিজ্য

শ্রেণিবদ্ধ ঋণ ১০ শতাংশে নামাবে সরকার

নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২১ ১০:১২:০৩ | আপডেট: ২ years আগে
শ্রেণিবদ্ধ ঋণ ১০ শতাংশে নামাবে সরকার

দেশের ৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে শ্রেণিবদ্ধ ঋণের পরিমাণ এখন ২০.৭৫ শতাংশ। ২০২৫ সালের মধ্যে তা ১০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা করেছে সরকার।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে এক মূল্যায়ন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শ্রেণিবদ্ধ ঋণের পরিমাণ কমাতে বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, গত ৩০ জুন পর্যন্ত ব্যাংকিং খাতে শ্রেণিবদ্ধ ঋণ দাঁড়িয়েছে ৯৮ লাখ ১৬ হাজার ৪৩১ কোটি টাকার বেশি, যা মোট বকেয়া ঋণের ৮.৬১ শতাংশ।

আর এ সময়ের মধ্যে ৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শ্রেণিবদ্ধ ঋণের পরিমাণ ৪৩ হাজার ৮৩৫ কোটি টাকার বেশি। যা বকেয়া মোট ঋণের ২০.৭৫ শতাংশ।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান দ্য বিজনেস পোস্ট’কে বলেন, তার ব্যাংক খেলাপি ঋণ আদায়ে কঠোর ব্যবস্থা নেবে। তিনি বলেন, ব্যাংকের আইন বিভাগ এ বিষয়ে কাজ করছে, যাতে কোনো ঋণ খেলাপি পালাতে না পারেন।

চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে ১০.৪০ লাখ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে সোনালী ব্যাংক ১০ হাজার ৩৯৭.৮৮ কোটি টাকার শ্রেণিবদ্ধ ঋণ আদায় করেছে।

আর এ সময়ে জনতা ব্যাংক ১৩ হাজার ৭৭২ কোটি টাকারও বেশি লক্ষ্যমাত্রার বিপরীতে শ্রেণিবদ্ধ ঋণ আদায় করতে পেরেছে ১১ হাজার কোটি টাকার।

একইভাবে ৫.৭ লাখ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ৭ হাজার কোটি টাকার শ্রেণিবদ্ধ ঋণ আদায় করেছে অগ্রণী ব্যাংক।

রূপালী ব্যাংক ৪ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ৩ হাজার ৮৫৯ কোটি টাকার শ্রেণিবদ্ধ ঋণ আদায় করেছে।

৭ হাজার ৯৬৮ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ৭ হাজার কোটি টাকার শ্রেণিবদ্ধ ঋণ আদায় করেছে বেসিক ব্যাংক।

এছাড়া ৭০০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ৬৩০ কোটি টাকার বেশি শ্রেণিবদ্ধ ঋণ আদায় করতে পেরেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড।