প্রচ্ছদ ›› বাণিজ্য

সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২১ ১১:১৪:৫৪ | আপডেট: ২ years আগে
সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন শুরু

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে শুরু হয়েছে লেনদেন। এদিন লেনদেন শুরুর এক ঘণ্টার মাথায় ৭৯ পয়েন্ট বেড়ে ডিএসইর প্রধান মূল্য সূচক অবস্থান করছে ৭ হাজার ১৭৭ পয়েন্টে।

অপর দুই সূচক- ডিএসইএস বা শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৩৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭০৪ পয়েন্টে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন, সকাল ১১টা পর্যন্ত লেনদেন হয়েছে ৩৬৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আর লেনদেন হয়েছে ৩৭০টি শেয়ার ও ইউনিটের। এর মধ্যে বেড়েছে ৩১৪টির, কমেছে ২২টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি শেয়ারের দাম।