প্রচ্ছদ ›› জাতীয়

বেনাপোল ও হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর ২০২১ ১০:৪৬:১২ | আপডেট: ২ years আগে
বেনাপোল ও হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে যশোরের বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে বুধবার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারছেন পাসপোর্টধারী যাত্রীর।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে একদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে অবারও আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে।

এদিকে, দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়েও আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করে হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক জানান, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে একদিন বন্ধের পর বৃহস্পতিবার সকাল থেকে আবারও ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।

এ স্থল বন্দর দিয়েও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত রয়েছে।