The Business Post
বৃহস্পতিবার, ডিসেম্বর ০৯, ২০২১

প্রচ্ছদ খেলা

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২১ ১৯:৫৭:২৫

সহিংসতার অভিযোগ, অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্রেপ্তার

সহিংসতার অভিযোগ, অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও বিখ্যাত ধারাভাষ্যকার মাইকেল স্লেটারকে গ্রেপ্তার করা হয়েছে। স্লেটারের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্স বা সহিংসতার অভিযোগ আনা হয়েছে, যা ঘটেছিল গত সপ্তাহে।

মঙ্গলবার দেশটির গণমাধ্যম নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতির বরাত দিয়ে জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তের পর গোয়েন্দারা ম্যানলির একটি বাড়িতে অভিযান চালায় এবং ৫১ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

সম্প্রতি একাধিকবার শিরোনামে উঠে এসেছেন মার্কিন স্লেটার। বছরের প্রথম দিকে করোনা ঠেকাতে অস্ট্রেলিয়ার কঠোর নিয়মের জেরে সাময়িকভাবে আইপিএল ফেরত অজি ক্রিকেটারদের দেশে ঢুকতে না দেওয়ায় প্রধানমন্ত্রী স্কট মরিসনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।

গত সপ্তাহে মূলত কি করেছিলেন তিনি, সে ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি।