প্রচ্ছদ ›› বিনোদন

অন্যরা যা করে আমি সেটা করি না: হিরো আলম

আফরিন আপ্পি
০৬ মে ২০২১ ১৯:০৭:১৯ | আপডেট: ২ years আগে
অন্যরা যা করে আমি সেটা করি না: হিরো আলম

প্রতিনিয়ত একের পর এক চমক দিয়ে অলোচনায় থাকছেন হিরো আলম। নাচ, গান, অভিনয় সাংস্কৃতিক অঙ্গণের কোথায় নেই তার পদচারণা। এরই মাঝে গানের জগতেও বেশ তৎপর দেখা যাচ্ছে বহুল আলোচিত-সমালোচিত হিরো আলমকে। 

একাধিক ভাষায় গানের পাশাপাশি এরই মাঝে সম্প্রতি দৈত্য রূপে হিরো আলমের একটি ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। 

কথা বলে জানা যায় ঈদ উপলক্ষ্যে একটি নাটকে তাকে দেখা যাবে দৈত্য রুপে। সাইফুল ইসলাম পরিচালিত নাটকের প্রযোজক হিরো আলম নিজেই। নাটকের পুরো গল্পটি একটি দৈত্যকে কেন্দ্র করে আবর্তিত হবে। 

হিরো আলম জানান: যেখানে অন্যায়-অনাচার সেখানেই প্রতিবাদ করতে আবির্ভূত হবে দৈত্য। প্রদীপে ঘষা দিলেই দেখা মিলবে দৈত্যের।

ব্যতিক্রমধর্মী এমন কাজের অনুপ্রেরণা কী? এ প্রশ্নের উত্তরে বিজনেস পোস্টকে হিরো আলম বলেন: 

“আমি সবসময় ব্যতিক্রমধর্মী কাজ করতে পছন্দ করি। অন্যরা যা করে আমি সেটা করি না। আমাদের দেশে টেলিভিশনে তেমন ভালো কোনো নাটক বা অনুষ্ঠান দেখা যায় নাা। যার কারণে দর্শকরা বাইরের দেশের নাটক-সিরিয়াল দেখে। আমি এমন কাজ করতে চাই যাতে আমাদের দেশের মানুষ আমাদের অনুষ্ঠানই বেশি বেশি দেখে। ”

হিরো আলম জানান, সেই ভাবনা থেকেই তার নাটকে কাজ করা। ঈদ উপলক্ষ্যে করা নাটকটি দেখা যাবে ইউটিউবে। 

এরপর আরও বড় পরিকল্পনা রয়েছে বলে জানান সবসময় চমক দিতে পছন্দ করা হিরো আলম। আলিফ লায়লার মতো ১ হাজার পর্বের সিরিয়াল উপহার দিতে চান তিনি। 

ক’দিন আগে প্রকাশিত হিরো আলমের আরবি গানের ভিডিওতে মরুভূমির আবহ দেখা যায়। সেই চিত্র দৃশ্যমান করতে মরুভূমির আদলে যমুনার চরকে বেছে নেন তিনি। যা তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

আফরিন আপ্পি