প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

নেপালে বন্যা ও ভূমিধস, নিহত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২১ ১৭:২৬:১৮ | আপডেট: ২ years আগে
নেপালে বন্যা ও ভূমিধস, নিহত ৪৩
সংগৃহীত ছবি

নেপালে ভারি বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধস হয়েছে। এতে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৩০ জন।

নেপাল পুলিশের মুখপাত্র বসন্ত কুনারের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।

বসন্ত কুনার বলেন, গত তিনদিনের টানা ভারি বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দেয়। রাজধানী কাঠমান্ডু থেকে সাড়ে তিনশ কিলোমিটার পশ্চিমে সেতি গ্রামে বন্যায় দুই দিন ধরে ৬০ জন মানুষ আটকে আছেন।

তিনি আরও বলেন, খারাপ আবহাওয়া এবং ক্রমাগত বৃষ্টির কারণে গতকাল উদ্ধারকারীরা গ্রামটিতে পৌঁছাতে পারেননি। আজও চলছে উদ্ধার অভিযান।

টেলিভিশন চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা গেছে বন্যার পানিতে তলিয়ে গেছে ধানের ক্ষেত। উপচে পড়া নদীতে সেতু, সড়ক এবং বাড়িঘর ভেসে গেছে।

নেপালে মৌসুমী বৃষ্টিপাতের সময় আকস্মিক বন্যা ও ভূমিধস সাধারণ ঘটনা। সাধারণত প্রতিবছর মধ্য জুন থেকে অক্টোবর পর্যন্ত এই মৌসুম চলে।

কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, আগামী কয়েক দিনে আরও বৃষ্টিপাত হতে পারে।