প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

সামরিক শক্তি বাড়াতে আরও ৪ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হামাসের

আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর ২০২১ ১১:০৩:৪৫ | আপডেট: ২ years আগে
সামরিক শক্তি বাড়াতে আরও ৪ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হামাসের

ইসরাইলের আগ্রাসন প্রতিরোধে সামরিক শক্তি বাড়াতে আরও ৪টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। বুধবার ভোরে এসব নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয় বলে এক টুইট বার্তায় জানিয়েছে সংগঠনটি। 

ইরানের সংবাদ মাধ্যমে পার্স টুডে’র খবরে বলা হয়, ইহুদিবাদী ইসরাইল দাবি করছে তাদের সর্বশেষ আগ্রাসনে গাজার প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আঘাতপ্রাপ্ত হয়েছে। কিন্তু বাস্তবে ১২ দিনের আগ্রাসনে গাজার ক্ষেপণাস্ত্র সক্ষমতার কোনো ক্ষতি হয়নি।

এর আগে গত শুক্রবার হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেড জানিয়েছে, তারাও একটি নয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। গত কয়েক সপ্তাহ ধরেই হামাস একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তবে নতুন ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা সম্পর্কে কিছু্ই জানানো হয়নি।

কয়েক মাস আগে হামাসের রাজনৈতিক শাখার প্রভাবশালী সদস্য ফাতহি হামাদ জানিয়েছিলেন, তারা ইসরাইলের সর্বশেষ আগ্রাসনের পরপরই ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছেন।