প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ভারত ও নেপালে বন্যা, দেড়শতাধিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর ২০২১ ১৩:১৮:৫৩ | আপডেট: ২ years আগে
ভারত ও নেপালে বন্যা, দেড়শতাধিক মৃত্যু

ভারত ও নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে দেড়শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল বৃষ্টিপাতের কারণে বেশ কয়েকটি এলাকায় বন্যা দেখা দিয়েছে, এতে পানিবন্দি হয়ে পড়েছেন বাসিন্দারা। বিধ্বস্ত হয়েছে অনেক ঘরবাড়ি ও স্থাপনা।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, উত্তর ভারতের উত্তরাখণ্ড রাজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ৪৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সচিব এসএ মুরুগেসন।

এদিকে, হিমালয় রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র নৈনিতালে শহরের প্রধান নদীটির তীব্র স্রোতে তীর ভেঙে প্রধান সড়ক তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু আর রেলপথ।

এ অবস্থায় ভারতের আধাসামরিক ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের উদ্ধারকারীরা ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছেন। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের কথা রয়েছে।

রাজ্যের মূখ্যমন্ত্রীর কার্যালয় জানায়, গত সপ্তাহে দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৪২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, পার্শ্ববর্তী নেপালেও প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৭৭ জনের মৃত্যু হয়েছে।

ভারতে সাধারণত মৌসুমী বৃষ্টিপাত হয় বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত।