প্রচ্ছদ ›› বাণিজ্য

টানা ৭ কর্মদিবস দরপতনের পর কিছুটা উত্থান

নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর ২০২১ ১৪:৪৯:২২ | আপডেট: ২ years আগে
টানা ৭ কর্মদিবস দরপতনের পর কিছুটা উত্থান

টানা ৭ দিন বড় দরপতনের পর চলতি সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের কিছুটা উত্থানে শেষ হয়েছে লেনদেন। তবে টাকার অংকে কমেছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৭৬ পয়েন্টে। 

আর অপর দুই সূচক- ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫১৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৯৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে ১ হাজার ২৮৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩৯৩ কোটি ৫৬ লাখ টাকা কম।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬২টির, দর কমেছে ১৭৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দাম।