প্রচ্ছদ ›› জাতীয়

উখিয়ায় রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৭

২২ অক্টোবর ২০২১ ০৯:৪২:৩৪ | আপডেট: ২ years আগে
উখিয়ায় রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৭
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প

ইব্রাহিম খলিল মামুন, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষে সাত রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার ভোরে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

দ্য বিজনেস পোস্ট'কে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান।

নিহতরা হলেন: উখিয়ার বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আজিজুল হক (২২), ইব্রাহীম হোসেন (১৭), মো. আমীন (৩০), মো. ইদ্রীস (৩২), নূর আলীম (৪৫), হামিদুল্লাহ (৫০) এবং নূর কায়সার (১৫)।

আহতদের মধ্যে চার জনকে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এসপি শিহাব কায়সার বলেন, শুক্রবার ভোরে উখিয়া বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষ হয়। দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও ধারালো অস্ত্রের আঘাতে সাত রোহিঙ্গা নিহত হয়। এ সময় আহত হয়েছে আরও ১০ রোহিঙ্গা।

ঘটনার পরপরই এপিবিএন এবং জেলা পুলিশ বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে নিহতদের মরদেহ উদ্ধার এবং অস্ত্রধারীদের আটকে অভিযান শুরু করেছে। পুলিশ এ পর্যন্ত মুজিব নামে একজনকে অস্ত্রসহ আটক করেছে বল জানা যায়।