প্রচ্ছদ ›› জাতীয়

কক্সবাজারে আটক ব্যক্তিই কুমিল্লার ইকবাল: পুলিশ

নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২১ ১৪:৪৩:২৮ | আপডেট: ২ years আগে
কক্সবাজারে আটক ব্যক্তিই কুমিল্লার ইকবাল: পুলিশ

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রাখায় জড়িত সন্দেহে কক্সবাজার সমুদ্রসৈকত থেকে যে ব্যক্তিকে আটক করা হয়েছে তিনিই ইকবাল হোসেন বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ।

এসপি ফারুক আহমেদ জানান, তারা নিশ্চিত যে কক্সবাজারে আটক হওয়া ব্যক্তিই কুমিল্লার ইকবাল। তাকে কক্সবাজার থেকে কুমিল্লায় আনা হয়েছে। তবে এখনো জিজ্ঞাসাবাদ শুরু হয়নি। জিজ্ঞাসাবাদ শুরু হলে তার কাছ থেকে যাবতীয় তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

কুমিল্লার নানুয়া দীঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখেছিলেন শহরের দ্বিতীয় মুরাদপুরের লস্করপুকুরপাড়ের বাসিন্দা ইকবাল হোসেন। পূজামণ্ডপের আশপাশের বিভিন্ন বাসা-প্রতিষ্ঠান ও শহরের কয়েকটি এলাকার ক্লোজড সার্কিট টিভি (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ দেখে তা নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বয়সে তরুণ ইকবাল ‘ভবঘুরে ও মাদকাসক্ত’— এমন তথ্যও দিচ্ছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করে কক্সবাজার পুলিশ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানায়, সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ইকবাল নামে একজনকে রাতে আটক করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর।