প্রচ্ছদ ›› জাতীয়

এক ঘণ্টা পর স্বাভাবিক মগবাজার-তেজগাঁও সড়কে যান চলাচল

নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২১ ১৪:৫২:০৫ | আপডেট: ২ years আগে
এক ঘণ্টা পর স্বাভাবিক মগবাজার-তেজগাঁও সড়কে যান চলাচল

কনটেইনার ট্রেনের লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়ায় স্বাভাবিক মগবাজার-তেজগাঁও সড়কে যান চলাচল। বগি লাইনচ্যুত হওয়ার অন্তত এক ঘণ্টা পর সড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগের রমনা জোনের সহকারী কমিশনার (এসি) মো. রেফাতুল ইসলাম দ্য বিজনেস পোস্ট'কে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ডিএমপির ট্রাফিক বিভাগ ও রেলওয়ের যৌথ প্রচেষ্টায় দুপুর পৌনে একটার দিকে লাইনচ্যুত হওয়া বগিগুলো সরিয়ে নেওয়া হয়। এরপর মগবাজার-তেজগাঁও সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মগবাজার এলাকায় একটি কনটেইনার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে মগবাজার-তেজগাঁও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

তিনি আরও জানান, বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গে রাজারবাগ থেকে বড় রেকার ডাকে ট্রাফিক রমনা বিভাগ। একইসঙ্গে কমলাপুর থেকে আসে নতুন ইঞ্জিন। রেলওয়ে এবং ট্রাফিক রমনা বিভাগের যৌথ প্রচেষ্টায় দুপুর পৌনে একটার দিকে লাইনচ্যুত বগি এবং কনটেইনার ট্রেনটি সরিয়ে নেওয়া হয়।

এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ডিএমপির ট্রাফিক রমনা বিভাগের এই কর্মকর্তা।