প্রচ্ছদ ›› জাতীয়

শরীয়তপুরের ইউএনওকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২১ ১৮:২০:২৮ | আপডেট: ২ years আগে
শরীয়তপুরের ইউএনওকে হত্যার হুমকি

শরীয়তপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাইকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

জানা গেছে, ইউএনওকে হত্যার হুমকি দিয়ে ডাকযোগে দুটি চিঠি পাঠানো হয়েছে।

এ ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার শরীয়তপুর সদরের পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে ইউএনওকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো সম্পর্কে তাকে জানানো হয়েছে।

তিনি বলেন, যেহেতু বিষয়টি তদন্ত করা হচ্ছে, এই মুহূর্তে বিষয়টি নিয়ে বিস্তারিত বলা সম্ভব নয়।

তদন্তের পর পুরো বিষয়টি বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা।

এ বিষয়ে ইউএনও মনদীপ ঘরাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে হত্যার হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি তিনি।

পুলিশ জানায়, ডাকযোগে দুটি হাতে লেখা চিঠি ইউএনওর কার্যালয়ে পাঠানো হয়েছে। চিঠিগুলো পড়ার পর ইউএনও কিছু অসঙ্গতিপূর্ণ কথোপকথন খুঁজে পেয়েছেন।

এর মধ্যে একটি চিঠিতে মৃত্যুর হুমকি পাওয়ার পর বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশকে অবহিত করেন ইউএনও।

এ প্রসঙ্গে শরীয়তপুরের জেলা প্রশাসক মো: পারভেজ হাসান বলেন, চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়ার ঘটনাটি উদ্বেগজনক।

তিনি আরও বলেন, আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং এ বিষয়ে ইতোমধ্যেই কাজ শুরু করেছে পুলিশ।