প্রচ্ছদ ›› শিক্ষা

টিকার আওতায় ঢাবির ৯৬ শতাংশ শিক্ষার্থী: উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২১ ১৮:৩২:৫৯ | আপডেট: ২ years আগে
টিকার আওতায় ঢাবির ৯৬ শতাংশ শিক্ষার্থী: উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৬ শতাংশ শিক্ষার্থী করোনার টিকার আওতায় এসেছেন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

শুক্রবার দুপুরে ঢাবির ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময় কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

উপাচার্য বলেন, ‘এক সপ্তাহ আগের হিসাব অনুযায়ী ঢাবির ৯২ শতাংশ শিক্ষার্থী করোনার টিকার আওতায় আসে। এখন এ হার প্রায় ৯৬ শতাংশ হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী টিকাকেন্দ্র স্থাপন করেছি। আমাদের শিক্ষার্থীরা খুবই সচেতন। সবাই স্বেচ্ছায় টিকা নিয়েছে।’

তিনি বলেন, ‘বিগত সময়ের ধারাবাহিকতায় সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। স্বাস্থ্যবিধি মানা সবার জন্য খুবই জরুরি। কয়েকটি জায়গায় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগও পাওয়া যাচ্ছে। এ বিষয়ে সবাইকে আরও সর্তক ও তৎপর হতে হবে।’

এ বছর ‘গ’ ইউনিটে ১২৫০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৭ হাজার ৩৭৪টি। প্রতি আসনের বিপরীতে লড়েছেন ২১ দশমিক ৯০ জন। সকাল সাড়ে ১১টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ব্যবসায়িক শিক্ষা অনুষদে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

উপাচার্য এ সময় বলেন, ‘দুটি হল পরিদর্শন করলাম। পরীক্ষার্থীরা প্রশ্নের মান ও পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। ২৭ হাজার পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ১৭ হাজার পরীক্ষার্থীর আসন পড়েছে। বাকি ১০ হাজার পরীক্ষার্থী ঢাকার বাইরে সাতটি ক্যাম্পাসে পরীক্ষা দিচ্ছে। আমাদের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরেছে, ক্যাম্পাস এখন তাদের পদচারণায় মুখরিত। এখন পর্যন্ত সবাই সুস্থ আছে, এটা একটি আশাব্যঞ্জক দিক।’

ঢাবির মতো অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিকেন্দ্রীকরণের সুযোগ তৈরি হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘আমরা যে শুধু করোনাকে বিবেচনায় নিয়ে ঢাকার বাইরে ভর্তি পরীক্ষা নিচ্ছি এমন কিন্তু না। আমাদের মূল উদ্দেশ্য ছিল পরীক্ষার্থী, অভিভাবকদের নানাবিধ ভোগান্তি, শ্রম, অর্থ অপচয় লাঘব করা।’

এ সময় উপস্থিত ছিলেন ঢাবি উপ-উপাচার্য(প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ, ঢাবি প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মঈনসহ আরও অনেকে। করোনা মহামারির কারণে এবারই প্রথম ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র পড়েছে।