প্রচ্ছদ ›› খেলা

দুবাই পৌঁছেছেন সাকিব-মাহমুদউল্লাহরা

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২১ ১৯:০৪:৩৪ | আপডেট: ২ years আগে
দুবাই পৌঁছেছেন সাকিব-মাহমুদউল্লাহরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশি ক্রিকেটারদের বহনকারী বিমানটি দুবাইতে অবতরণ করে।

শুক্রবার রাউন্ড ওয়ানে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হয় বাংলাদেশ। ওই ম্যাচে ৮৪ রানের বড় জয় তুলে নিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে সুপার টুয়েলভে পা রাখেন সাকিব-মুশফিকরা।

মূলপর্বের টিকেট নিশ্চিত করেই ওমানের রাজধানী মাসকাট ছেড়ে বাংলাদেশ দল। দুবাইতে অনুষ্ঠেয় মূলপর্বে বাংলাদেশ দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং প্রথম পর্বের ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নরা।

আগামী ২৪ অক্টোবর বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ প্রথম পর্বের ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নরা। সে হিসেবে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হতে পারে শ্রীলঙ্কা।

এদিন শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপে বাংলাদেশের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭, ২৯ অক্টোবর ও ২, ৪ নভেম্বর। এ ম্যাচগুলোতে মুশফিক-মাহমুদউল্লাহদের প্রতিপক্ষ যথাক্রমে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।