প্রচ্ছদ ›› স্বাস্থ্য

দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
০৮ মে ২০২১ ১৬:৩১:২৯ | আপডেট: ২ years আগে
দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত

দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) শনাক্ত হয়েছে। শনিবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ তথ্য জানিয়েছে।

আইইডিসিআর জানিয়েছে, এখন পর্যন্ত ৪ জন রোগীর শরীরে করোনার ভারতীয় ধরন পাওয়া গেছে।

করোনার ভারতীয় ধরনটি ‘বি.১.১৬৭’ নামে পরিচিত। এ ধরনটিকে অতি সংক্রামক বলে মনে করা হচ্ছে। ভারতে করোনার সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে এ ধরন ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে।

করোনার ‘ডাবল মিউট্যান্ট’ ভারতীয় ধরন বিশ্বের কমপক্ষে ১৭টি দেশে ছড়িয়েছে বলে কয়েক দিন আগে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। এবার অতি সংক্রামক ধরনটির বাংলাদেশে ঢুকে পড়ার বিষয়টি জানালো আইইডিসিআর।

করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বিধ্বস্ত ভারত। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে দেশটি একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে। এতে দৃশ্যত দেশটির চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। অক্সিজেনের অভাবে বহু করোনা রোগীর মৃত্যু হয়েছে। যেহেতু ভাইরাসের একই ধরন বাংলাদেশেও ঢুকে পড়েছে তাই শঙ্কা দেখা দিয়েছে- ভারতের মতো বাংলাদেশেও ব্যাপক প্রাণহানি ও আক্রান্তের ঘটনা ঘটে কিনা।