প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ব্রাজিলে করোনায় ২৪ ঘণ্টায় ২ হাজার ১৬৫ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মে ২০২১ ১৭:০৩:১৭ | আপডেট: ২ years আগে
ব্রাজিলে করোনায় ২৪ ঘণ্টায় ২ হাজার ১৬৫ মৃত্যু

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২ হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৯ হাজার ১১৪ জনে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ৭৮ হাজার ৮৮৬ জনের বেশি এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫০ লাখ ৮২ হাজার ৪৪৯ জনে।

মৃত্যুর সংখ্যার হিসাবে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল এবং আক্রান্তের হিসাবে দেশটি যুক্তরাষ্ট্র ও ভারতের পরে তৃতীয় অবস্থানে রয়েছে।

দক্ষিণ আমেরিকার দেশটিতে সংক্রমণের নতুন ঢেউ চলছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। 

ব্রাজিলে করোনায় মৃত্যুর অনুপাত প্রতি ১ লাখে ১৯৯ জন, সংক্রমণ বেড়ে ১ লাখে ৭ হাজার ১৭৭ জন।
ব্রাজিলে ৫ কোটি ১৫ লাখ লোক টিকা নিয়েছে, এরমধ্যে ৩ কোটি ৪২ লাখ প্রথম ডোজ এবং ১ কোটি ৭৩ লাখ দুই ডোজ ভ্যাকসিন নিয়েছে।