The Business Post
রবিবার, জুন ২০, ২০২১

প্রচ্ছদ খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২১ ১৭:৩৮:০৬

সাকিবের কলকাতার চার সতীর্থ করোনা আক্রান্ত

সাকিবের কলকাতার চার সতীর্থ করোনা আক্রান্ত

করোনাভাইরাস যেন পিছু ছাড়ছে না কলকাতা নাইট রাইডার্সের। ফ্র্যাঞ্চাইজিটির একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত হচ্ছেন।

শুরুতে বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়ার করোনা আক্রান্ত হলে স্থগিত হয়ে যায় আইপিএলের এবারের আসর।

শনিবার সকালে দলটির বিদেশি ক্রিকেটার কিউই উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম সেইফার্টের পর এবার করোনা আক্রান্ত হয়েছেন পেসার প্রসিদ্ধ কৃষ্ণা।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ তথ্য নিশ্চিত করে। এক প্রতিবেদনে জানানো হয়, প্রসিদ্ধ কৃষ্ণার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতে ঘোষিত প্রথম দলে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল তাকে।

আইপিএল স্থগিত হওয়ার আগে নাইট রাইডার্সে হয়ে ৭টি ম্যাচ খেলেছিলেন প্রসিদ্ধ। বল হাতে ৮টি উইকেট শিকার করেছিলেন এই পেসার। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে ওয়ানডে সিরিজে খেলেন তিনি। ৩ ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন কর্ণাটকের ২৫ বছরের এই পেসার।