প্রচ্ছদ ›› খেলা

সাকিবের প্রথম করোনা টেস্ট নেগেটিভ

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২১ ১৯:৪৮:৩৪ | আপডেট: ২ years আগে
সাকিবের প্রথম করোনা টেস্ট নেগেটিভ

ভারত থেকে দেশে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। শুরুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৪ দিনের বাধ্যবাধকতা থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে তা থেকে সরে আসছে মন্ত্রণালয়।

জানা গেছে, দুইবার কোভিড পরীক্ষায় নেগেটিভ আসলে অনুশীলনে যোগ দিতে পারবেন তারা। এর মধ্যে সাকিবের প্রথম টেস্ট নেগেটিভ এসেছে।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘আমরা আজ একটি সবুজ সংকেত পেয়েছি। তাদের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আসা সাপেক্ষে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করতে পারবে। আমরা আশা করছি খুব শিগগিরই তারা অংশগ্রহণ করতে পারবেন।’

এদিকে, সাকিবের প্রথম পরীক্ষার রিপোর্ট আজ নেগেটিভ এসেছে। মুস্তাফিজের রিপোর্ট পাওয়া যাবে আগামীকাল। তাদের দুজনের দ্বিতীয় পরীক্ষা করানো হবে মঙ্গলবার। দ্বিতীয় পরীক্ষার পর নেগেটিভ হলে মাঠে ফিরবেন তারা। তবে ঈদের ছুটির আগে অনুশীলনে দেখা যাবে না সাকিব, মুস্তাফিজকে। ঈদের পর এক সঙ্গে জাতীয় দলের সঙ্গে অনুশীলনে ফেরার কথা রয়েছে দু’জনের।