প্রচ্ছদ ›› জাতীয়

জেলেদের আক্রমণে আহত কনস্টেবল কবিরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২১ ১৮:০৪:০১ | আপডেট: ৩ years আগে
জেলেদের আক্রমণে আহত কনস্টেবল কবিরের মৃত্যু
কনস্টেবল মোঃ কবির হোসেন

দেশের মৎস্য সম্পদ রক্ষায় দায়িত্ব পালনকালে জেলেদের অতর্কিত হামলায় গুরুতর আহত নৌ পুলিশের কনস্টেবল মোঃ কবির হোসেন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মোঃ কামরুজ্জামান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি হাজার ১৯৭৯ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানাধীন রাজাপুর গ্রামে।

গত ২১ অক্টোবর মুন্সিগঞ্জ সদর থানার চর আব্দুল্লাহপুরের চর ঝাপটা এলাকায় "মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১" চলাকালে স্থানীয় জেলেদের অতর্কিত হামলায় নৌ পুলিশের ৫ জন সদস্য আহত হয়। তাদের মধ্যে মোঃ কবির হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে প্রায় এক মাস তিন দিন চিকিৎসাধীন ছিলেন।