প্রচ্ছদ ›› জাতীয়

টেকনাফে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ জব্দ, আটক ১

নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২১ ২০:৫৯:২১ | আপডেট: ২ years আগে
টেকনাফে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ জব্দ, আটক ১

কক্সবাজারের টেকনাফে ক্রিস্টাল মেথসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার কাছ থেকে ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন জব্দ করা হয়।

আটককৃত ওই ব্যক্তির নাম মো. রফিক মিয়া (৩৭)। তিনি উপজেলার নোয়াপাড়া জেলে ঘাট গ্রামের বাসিন্দা।

রোববার বিজিবি-২ টেকনাফ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথের একটি বড় চালান জালিয়ারদ্বীপের দক্ষিণ দিয়ে পাচার হওয়ার খবর পেয়ে শনিবার রাতে বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের একটি টহল দল অবস্থান নেয়। রাত সাড়ে ৯টার দিকে একটি নৌকা মিয়ানমারের দিক থেকে সীমান্তের জিরো লাইন অতিক্রম করলে বিজিবি দল তৎক্ষণাৎ তাদের দিকে অগ্রসর হয়। তবে অধিকাংশ পাচারকারী নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে বিজিবি-২ জানিয়েছে।

এসময় নৌকাটি ঘেরাও করে একটি প্লাস্টিকের ব্যাগে ক্রিস্টাল মেথসহ রফিক মিয়াকে আটক করা হয়।

আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।