প্রচ্ছদ ›› রাজনীতি

নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় আরও একজন নিহত

নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২১ ০৯:৫৯:০৭ | আপডেট: ২ years আগে
নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় আরও একজন নিহত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

নরসিংদীর রায়পুরায় নির্বাচনী সহিংসতায় ফরিদ মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যার দিকে উপজেলার উত্তর বাহার নগর এলাকার প্রাইমারী স্কুলে গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের শ্যালক শাহ আলম গণমাধ্যমকে জানান, রায়পুরা উত্তর বাহার নগর এলাকায় দুই মেম্বারের মধ্যে প্রাইমারী স্কুলের ভিতর গোলাগুলি শুরু হলে ফরিদ মিয়া গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ফরিদ মিয়া একজন রিকশাচালক। তিনি জেলার রায়পুরা থানার উত্তর বাহার নগর মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ (এএসআই) আব্দুল খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, নরসিংদীর রায়পুরা থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে ঢামেকে নিয়ে আসলে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকহা মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।