প্রচ্ছদ ›› খেলা

জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা টেস্টে অনিশ্চিত সাইফ

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০২১ ২১:০১:৫০ | আপডেট: ২ years আগে
জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা টেস্টে অনিশ্চিত সাইফ

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। কিন্তু এই ম্যাচে সাইফ হাসানের খেলা নিয়ে রীতিমতো অনিশ্চিতা দেখা দিয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম টেস্টের পর থেকে জ্বরে ভুগেছেন জাতীয় দলের তরুণ এই ওপেনার।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যম বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, জ্বরে আক্রান্ত হলেও এখনো দলের সঙ্গে অবস্থান করছেন ডানহাতি এই ওপেনার।

বিসিবির মেডিকেল টিমের অধীনে থেকে চিকিৎসা নিচ্ছেন সাইফ। দলের সঙ্গে থাকলেও ঢাকা টেস্টের জন্য ডানহাতি এই ব্যাটারকে মূল একাদশে বিবেচনা করার সম্ভাবনা খুবই ক্ষীণ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লিটন দাস ও মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিং এবং তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ের পরও পাকিস্তানের বিপক্ষে আট উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন সাইফ। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে ডানহাতি এই ওপেনারে ব্যাট থেকে আসে যথাক্রমে ১৪ ও ১৮ রান।