প্রচ্ছদ ›› বাণিজ্য

নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে ৩১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
০২ ডিসেম্বর ২০২১ ১৬:৪৭:৪৮ | আপডেট: ২ years আগে
নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে ৩১ শতাংশ

পাট পণ্য ছাড়া অন্য সব খাতে সন্তোষজনক রপ্তানি হওয়ায় দেশে নভেম্বর মাসে রপ্তানি আয় হয়েছে ৪.০৪ বিলিয়ন মার্কিন ডলার। যা ২০২০ সালের নভেম্বরে ছিল ৩.৫৭ বিলিয়ন মার্কিন ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, এ আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৩০.২৫ শতাংশ বেড়েছে। যদিও এ বছরের অক্টোবরের রপ্তানি আয় প্রায় ৬৮৬ মিলিয়ন কম ছিল।

চলতি বছরের অক্টোবরে দেশের রপ্তানি আয় হয় ৪.৭৩ বিলিয়ন মার্কিন ডলার, যা এক মাসের হিসেবে রেকর্ড।

ইপিবি তথ্যে দেখা গেছে, তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে ৩.২৩ বিলিয়ন ডলার।