প্রচ্ছদ ›› বাণিজ্য

১২ কেজির এলপিজি সিলিন্ডারে দাম কমলো ৮৫ টাকা

নিজস্ব প্রতিবেদক
০২ ডিসেম্বর ২০২১ ১৮:১০:৪০ | আপডেট: ২ years আগে
১২ কেজির এলপিজি সিলিন্ডারে দাম কমলো ৮৫ টাকা

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য পুনর্নিধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১২২৮ টাকা। গত মাসে এর দাম বাড়িয়ে করা হয়েছিল ১৩১৩ টাকা। সিলিন্ডার প্রতি কমলো ৮৫ টাকা।

বৃহস্পতিবার অনলাইনে বিইআরসি আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করা হয়। শুক্রবার থেকে এ দাম কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব রুবিনা ফেরদৌসী, সদস্য মকবুল ই ইলাহি, আবু ফারুকসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৪ নভেম্বর এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করা হয়। আর তারও আগে গত অক্টোবরে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৪০ টাকা।