প্রচ্ছদ ›› স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩২ জন

নিজস্ব প্রতিবেদক
০৩ ডিসেম্বর ২০২১ ১৭:১১:১৯ | আপডেট: ২ years আগে
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩২ জন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

নতুন রোগীদের মধ্যে ২৫ জন ঢাকায় এবং বাকি সাতজন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় হাসপাতালে ভর্তি আছেন।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২৯৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তাদের মধ্যে ২১৬ জন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি ৭৮ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৭ হাজার ৪৮৩ রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৭ হাজার ৯১ জন।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯৮ জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় দুইজন করে এবং রাজশাহী ও বরিশাল বিভাগে একজন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।