The Business Post
মঙ্গলবার, জানুয়ারি ১৮, ২০২২

প্রচ্ছদ স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারি ২০২২ ২১:৩৬:৫৮

একদিনে ৩ মৃত্যু, শনাক্ত ২৪৩

একদিনে ৩ মৃত্যু, শনাক্ত ২৪৩

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৪৩ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৭০ জন। এছাড়া মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৮৯ জন।

এর আগে বৃহস্পতিবার ৩ জনের মৃত্যু হয়েছিল। আর শনাক্ত হয় ২৬১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪১ হাজার ৮৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৪৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৩৮৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪০ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।