প্রচ্ছদ ›› জাতীয়

দেড় ঘণ্টা পর স্বাভাবিক ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ

নিজস্ব প্রতিবেদক
০১ জানুয়ারি ২০২২ ১৭:০০:৫০ | আপডেট: ২ years আগে
দেড় ঘণ্টা পর স্বাভাবিক ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ

দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ।

শনিবার বেলা ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় গাজীপুরের মৌচাক স্টেশনে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ও মির্জাপুর স্টেশনে ঢাকাগামী বনলতা আটকা পড়ে। এরপর রেলওয়ের পশ্চিমাঞ্চল (পাকশি) বিভাগে খবর দিলে উদ্ধারকারী দল ট্রেনটি সরিয়ে নেয়।

এর আগে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় প্রায় দেড় ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিল।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্ক স্টেশন ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়।