প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
০২ জানুয়ারি ২০২২ ১৭:২৯:৪৩ | আপডেট: ২ years আগে
দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন

দক্ষিণ আফ্রিকার শহর কেপটাউনের পার্লামেন্ট ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার সকালের দিকে সংসদ ভবনের ছাদের আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়ার কুণ্ডলী কয়েক মাইল দূরে থেকেও দেখা যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যাচ্ছে। ভবনের ছাদ থেকে বিশাল অগ্নিশিখা বের হচ্ছে। 

আগুন নিয়ন্ত্রণের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

কেপটাউনে বিবিসির নোমসা মাসেকোর খবরে বলা হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন, আগুন তৃতীয় তলার অফিস থেকে শুরু হয় এবং দ্রুত ন্যাশনাল অ্যাসেম্বলি (সংসদের নিম্নকক্ষ) চেম্বারে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনও হতাহত হয়নি।

পার্লামেন্টের কাছেই সেন্ট জর্জ ক্যাথেড্রালে আর্চবিশপ ডেসমন্ড টুটুর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার কয়েক ঘণ্টা পর ঘটনাটি ঘটল। দক্ষিণ আফ্রিকার জাতীয় পরিষদ ভবনেও আগুন লেগেছে। আগুন লেগেছে ছাদের কাছাকাছি জায়গায়।

কেপটাউনের পার্লামেন্ট হাউস তিনটি ভবন দ্বারা গঠিত। পুরনো ভবনটি ১৮৮৪ সালে নির্মিত। বাকী দুটি ১৯২০ ও ১৯৮০ সালে নির্মিত হয়।

গত বছর একটি অগ্নিকাণ্ডে কেপ টাউন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের একটি অংশ পুড়ে যায়, যেখানে আফ্রিকান সংরক্ষণাগারগুলির একটি অনন্য সংগ্রহ ছিল৷