প্রচ্ছদ ›› স্বাস্থ্য

শূন্যের কোটায় ডেঙ্গু

নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারি ২০২২ ১৭:০৯:৪৯ | আপডেট: ২ years আগে
শূন্যের কোটায় ডেঙ্গু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে ভর্তি হননি। এসময় দেশে কোনো ডেঙ্গু রোগীও শনাক্ত হয়নি।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এর মধ্যে ১১ জন রোগী ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি ৮ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১১৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৭ জন।

এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে গত বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহে চারজন, চট্টগ্রাম ও খুলনায় দুজন করে এবং রাজশাহী ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।