প্রচ্ছদ ›› বাণিজ্য

সামাজিক সুরক্ষায় বরাদ্দ ১,০৭,৬১৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
০৩ জুন ২০২১ ১৭:১৩:১৫ | আপডেট: ২ years আগে
সামাজিক সুরক্ষায় বরাদ্দ ১,০৭,৬১৪ কোটি টাকা

২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষার জন্য ১ লাখ ৭ হাজার ৬১৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী জানান: সামাজিক সুরক্ষার এই বরাদ্দ ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ১৭.৮৩ শতাংশ এবং মোট জিডিপির ৩.১১ শতাংশ।

২০২০-২১ অর্থবছরের চেয়ে এবারের প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষার জন্য ১২ হাজার ৪০ কোটি টাকা ব্যয় বাড়ানো হয়েছে।

অর্থমন্ত্রী জানান: দারিদ্রতা নিরসনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে করোনা মরামারির ফলে সৃষ্ট অস্থিরতা।

তিনি আরও জানান: ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে দারিদ্রতার হার কমিয়ে ১২.৩ শতাংশ এবং অতি দরিদ্রের হার কমিয়ে ৪.৫  শতাংশে নিয়ে আসার পরিকল্পনা করছে সরকার।

এদিকে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বীর মুক্তিযোদ্ধের মাসিক ভাতা আট হাজার টাকা বাড়িয়ে ১২ হাজার থেকে ২০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। মাসিক ভাতা বাড়ানো হলে এই খাতে চলতি অর্থবছরের চেয়ে এক হাজার ৯২০ কোটি টাকা বাড়তি বরাদ্ধের প্রয়োজন হবে।