প্রচ্ছদ ›› বাণিজ্য

বাংলাদেশে তৈরি পণ্যের জন্য কর মওকুফের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
০৩ জুন ২০২১ ১৮:০৫:২৪ | আপডেট: ২ years আগে
বাংলাদেশে তৈরি পণ্যের জন্য কর মওকুফের প্রস্তাব

বাংলাদেশে তৈরি পণ্যের জন্য ১০ বছরের কর মওকুফ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আমদানি নির্ভরতা কমিয়ে দেশী শিল্প পণ্য উৎপাদকদের আরও উৎসাহিত করতে এ প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট ঘোষণার সময় এ প্রস্তাব করেন তিনি।

বাজেট প্রস্তাবকালে অর্থমন্ত্রী বলেন, ‘আমদানি-বিকল্প শিল্প পণ্য দেশে উৎপাদন ও নতুন শিল্প কারখানা প্রতিষ্ঠাকে ত্বরান্বিত করতে সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘আমদানি নির্ভরতা কমাতে দেশের যেসব প্রতিষ্ঠান তিন ও চার চাকার যানবাহন উৎপাদনের সাথে যুক্ত তাদের কর নির্দিষ্ট শর্তের ভিত্তিতে ১০ বছরের জন্য মওকুফ করার প্রস্তাব করছি। নির্দিষ ও অন্যান্য সব শর্তাবলী পূরণ সাপেক্ষে এটা আরও এক দশক বাড়ানো হতে পারে।’